সমাজের আলো : আশাশুনি উপজেলার পল্লীতে মা ও বোনকে মারপিট করার প্রতিবাদে থানায় দায়ের করা মামলা তুলে নিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের সালাম গাজীর বাড়ির পাশে। আহত ছাত্রলীগ নেতা সুমনকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানায় লিখিত অভিযোগ ও সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দবির উদ্দিন জানান, ইউপি নির্বাচন কেন্দ্র করে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে প্রবেশ করে স্ত্রী কন্যাকে মারপিট ও বসতবাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় থানায় একটি মামলা হলে বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে আসামিরা তার পরিবারের উপর মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে। এরই জের ধরে তার পুত্র আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন (২৫) ঘটনার দিন কয়রা থেকে বাড়ি আসার পথে মধ্যম একসরা গ্রামের সালাম গাজীর বাড়ির পাশে পৌঁছালে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ মামুন হোসেনের নেতৃত্বে খায়রুল হোসেন, সোহান মোল্যা, মারুফ হোসেন, সবুর সানা, রহমত আলী, খোরশেদ শিকারিসহ ৪-৫ জন ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো: মমিনুল ইসলাম জানান, মারপিটের ঘটনায় তদন্ত করা হচ্ছে। অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

