সমাজের আলো : মৎস্য ঘেরে মোবাইলে চার্জ দিতে প্লাগ লাগাতে যান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার তেঁতুলিয়া চিংড়ি প্রজেক্টে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার সময় কুল্যা ইউনিয়নের আরার গ্রামের পঞ্চানন বাছাড় (৪০) খায়রুল মোজাফফর মন্টুর ব্রাহ্মণ তেঁতুলিয়া বিলে চিংড়ি প্রজেক্টে দীর্ঘকাল কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি প্রজেক্টে চিংড়ি মাছের খাদ্য দিয়ে ভেজা অবস্থায় বাসায় ফিরে মোবাইলে চার্জ দিতে প্লাগ লাগাতে যান।

