সমাজের আলো : চিংড়ী ঘের থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন ৩ ব্যক্তি কে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীউলা গ্রামের আকতারুজ্জামান লিটু, নাজমুল হুদা খোকন ও পলাশ সরদার। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান বলেন, গ্রেপ্তারকৃত আচারণ সন্দেহ জনক । এ জন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য করা হয়েছে।উল্লেখ্য: ১৬ ডিসেম্বর সকালে আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের একটি চিংড়ি ঘের থেকে গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭) এর লাশ করে পুলিশ।। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের ছেলে। নিহতের ভাই বাবলু সরদার জানান, সাংসারিক বিরোধের কারণে ভাই ডাবলুর স্ত্রী তিন বছরের একমাত্র পুত্র সন্তানকে রেখে এক মাস আগে বাপের বাড়ি কোলা গ্রামে চলে যায়। পরে ডাবলুকে তালাক দেওয়ায় বিরোধ চলে আসছিল। বুধবার রাতে শ্রীউলা মাঝেরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল শুনতে যায় ডাবলু। রাতে বাড়ি ফেরেনি। সকালে স্থানীয় জালালউদ্দিনের ছেলে রাসেদের ঘেরে ডাবলুর লাশ দেখতে পেয়ে তাদেরকে ও পুলিশে খবর দেয় স্থানীয় জনগন। ডাবলুর দু’চোখ, কপাল গলা, বাম পায়ের হাঁটুর নীচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

