আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি সার ও কীটনাসকের দোকান মালিককে ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার বুধহাটা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বুধহাটা বাজারো মোবাইল কোর্ট পরিচালনাকালে সার ও কীটনাশক ব্যবসায়ী মেসার্স শোভা এন্টারপ্রাইজ এর মালিক বিভাষ দেবনাথকে ৭০০০০ টাকা, মেসার্স গাজী এন্টারপ্রাইজ এর মালিক আনোয়ার হোসেনকে ৪০০০০ টাকা, মেসার্স মেঘা এন্টারপ্রাইজ মালিক জাহাঙ্গীর হোসেসকে ২০০০ টাকা ও দেবনাথ কৃষি ঘর মালিককে ১০০০ টাকা জরিমানা করা হয়। সার বিক্রয়ের মেমো ও রেজিস্ট্রার মেইনটেইন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, কীটনাশক এর উপাদান সঠিকভাবে না থাকা, একই সাথে মাছের খাদ্য ও কীটনাশক বিক্রি ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ টি দোকান মালিককে ৪ টি মামলায় মোট ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, সারের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

