আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ঃস্বামীকে দুধের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে দুই সন্তানের মা চামেলী রায় (২৬)কে নিয়ে উধাও হয়েগেছে একই গ্রামের রবীন্দ্রনাথ গাইন এর ছেলে বাদল গাইন (২৩)। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী বিশ্বজিৎ গাইন (৩০) জানান, আমি মাদুরের ব্যবসা করার জন্য অধিকাংশ সময় এলাকার বাহিরে থাকি। সেই সুযোগে তার স্ত্রীর সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করিয়া অনৈতিক কাজে লিপ্ত হয়। শনিবার রাত ১০টার দিকে বিশ্বজিৎ গাইনসহ তার দুই মেয়ে খাওয়া-দাওয়া শেষ ঘুমিয়ে পড়ে। তার মেয়ে বন্যা (৮) ঘুম থেকে জেগে দেখে তার মা চামেলী রায় ও ছোট বোন নদী (৩) পাশে নাই। তখন সে চিৎকার চেচামেচি করলে বাদল গাইন এর বাবাসহ মা নবিতা (৫০)সহ স্থানীয় লোকজন ঘরে এসে দেখে তার স্ত্রী পাশে নেই এবং সে অচেতন অবস্থায় পড়ে আছে। এসময় ঘরের বাক্সের তালা ভাঙ্গা দেখতে পায় এবং বাক্সের ভিতরে তার ব্যবসার সঞ্চিত ৫০হাজার টাকা স্বর্ণের চেইন, আংটি, রুলি ও কানের সর্বমোট ৩ভরি ওজনের স্বর্ণালঙ্কার যার মূল্য দুই লক্ষ ১০হাজার টাকা নিয়ে গেছে। পরে দিন বিশ্বজিৎ সকাল ৯ টার দিকে সচেতন হয়ে বুঝতে পারে বলে সন্ধ্যায় আমাকে এক গ্লাস দুধ খেতে দিয়েছিল। মাকে উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন মেয়ে বন্যা। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *