সমাজের আলো : বাড়ির লোকজনকে অজ্ঞান করে গ্রীল কেটে মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) রাতে আশাশুনির কুল্যা গ্রামের আবু তৈয়ব সরদার (তপু) এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের সূত্রে জানাগেছে, কুল্যা গ্রামের ক্রীড়াবিদ আবু তৈয়ব সরদার (তপু) ঘটনার রাতে পীর সাহেবের বাড়ির মসজিদে তারাবী সালাত শেষে বাড়ি ফিরে রাত্র ১১ টার দিকে স্বামী-ঘুমিয়ে পড়েন।

পরদিন ১৯ এপ্রিল সকালে কাজের মহিলা বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা-জানালা খোলা এবং স্বামী-স্ত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সন্দেহ হলে মহিলা পাশের লোকজনকে খবর দিলে তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখে চুরির বিষয়টি সন্দেহ হয়। চিকিৎসক ডেকে তাদেরকে সেলাইন ও ঔষধপত্র দিয়ে চিকিৎসা চলছে। বাড়ির লোকজন খোঁজখবর নিয়ে বুঝতে ও ধারনা করছেন, চোরেরা বিল্ডিং এর ছাদে উঠে চিলেকোঠার দরজা না থাকায় সেখান দিয়ে নীচে নেমে জানালা দিয়ে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দু’জনকে অজ্ঞান করার পর জানালার গ্রীল এর ৪টি রড কেটে ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *