সমাজের আলো : খাজরায় এক জনের কাছে চাঁদা চেয়ে না পেয়ে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চাকরিজীবী পারিশামারী গ্রামের শেখর রায় বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।এজাহার সূত্রে জানা গেছে, খাজরা ইউনিয়নের পারিশামারী গ্রামের শেখর রায় চাকরির সুবাদে সাতক্ষীরায় বসবাস করেন। ছুটিতে বাড়ি আসলেই কাপসন্ডা গ্রামের ইউনুচ খাঁর পুত্র জহুরুল খাঁ প্রায়ই শেখর রায়ের নিকট বলেন তোর পিতার অগাধ সম্পত্তি এবং তুই চাকরী করিস এলাকায় বসবাস করতে হলে আমাকে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। চাঁদার টাকা না দিলে তোকে খুন জখম করে লাশ গুমসহ তোদের কালি মন্দিরের জায়গা দখল করে ক্লাব তৈরী করব। ঘটনাটি শেখর রায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানায়। তখন জহুরুল খাঁ আমার উপর চরমভাবে ক্ষেপে যায় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। গত ১৩ মে শেখর রায় সাতক্ষীরা হতে বাড়ী আসার পথে রাত্র ৮টার দিকে পারিশামারী কালি মন্দিরের সামনে রাস্তার উপর পৌছালে জহুরুল খাঁসহ অজ্ঞাত নামা ৩/৪ জন শেখরের গতিরোধ করে। এক পর্যায়ে জহুরুল খাঁ শেখর রায়ের মাথায় পিস্তল ঠেকিয়ে ১ লক্ষ টাকা চাঁদা চায়। শেখর রায় দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারোগতা প্রকাশ করায় তাকে এলোপাতাড়ী মারপিট করে পকেটে থাকা ১৫ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নিয়ে বাকী টাকা পনেরো দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলে হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় ১৮ মে শেখর রায় বাদী হয়ে জহুরুল খাঁকে ১নং করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *