আশাশুনি সংবাদদাতা : আশাশুনি উপজেলার খাজরায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহনাজ ডালিমের ষড়যন্ত্রের শিকার হয়েছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অহিদুলের দুই কর্মী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে খাজরা ইউনিয়নের খাজরা জেলেপাড়ায়। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডালিমের যোগসাজশে তার কর্মী-সমর্থকরা রামদাসহ দেশীয় অস্ত্র বহনের অভিযোগে আনারস প্রতীকের দুই ব্যক্তিকে আটক করে মারধর দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। তবে, আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর দাবী তার কর্মীদের মারধর করে জোর করে হাতে দেশীয় অস্ত্র দিয়ে এ নাটক সাজিয়েছে তার প্রতিপক্ষ দলের কর্মী-সমর্থকরা। সোমবার দুপুরে খাজরা ইউনিয়নের রাউতাড়ার মোড়ে এ ঘটনা ঘটে। জানাগেছে, ইউনিয়নের মনিপুর মৎস্য সেট থেকে মাছ বিক্রি করে আসার পথে ঘটনাস্থলে পৌছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ ডালিমের কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম মোল্যার সমর্থক রাউতাড়া গ্রামের মৃত এলাহী বক্স সাহা এর ছেলে রুহুল কুদ্দুছ সাহা (৫০) ও একই গ্রামের মালেক সরদারের ছেলে মিজানুর সরদার (৩০) কে আটকে রেখে মারপিট করে। এরপর তারা দেশীয় অস্ত্র বহন করছে এমন অভিযোগ এনে আশাশুনি থানা পুলিশকে খবর দেয়।
এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানা হেফাজাতে নেয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম মোল্যা জানান, আমার কর্মী-সমর্থকদের আক্রমণ করবে বলে পূর্ব থেকে উৎপেতে থাকা ডালিমের সমর্থক ও কর্মী সোলাইমান, আদম আলী, নওয়াব আলী, বিপ্লব কুমার দাস, রিফিয়ানসহ আরো ১৫/২০ জন আমার কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে পৌছানো মাত্রই তাদের মাছ বিক্রি করে আসা ভ্যান গাড়ীটি উল্টে ফেলে দেয়। এরপর তাদেরকে মারপিট করে জোর করে হাতে অস্ত্র ধরিয়ে দেয়। নৌকা প্রতীকের প্রার্থী শাহ নেওয়াজ ডালিম জানান, পাইকগাছা উপজেলার চাঁদখালী থেকে ভ্যানযোগে বস্তায় করে দেশীয় অস্ত্র আনার সময় আমার কর্মীরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির জানান, ঘটনাস্থলে স্থানীয়দের কাছ থেকে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। যেহেতু সামনে নির্বাচন কেউ অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছে কিনা এবং কেউ অস্ত্রধারী হয়ে কারও বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করছে কিনা সেটা তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

