সমাজের আলো :  এক বাড়িতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বৈউলা গ্রামের বাছাড় বাড়িতে ।
সোমবার রাতের কোন এক সময়৮/১০ জনের ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির মালিক”প্রভাস বসাক এবং ২ জন কর্মচারী কে মারধর করে। এক পর্যায়ে চেতনা নাশক ঔষধ স্প্রে করে বাড়ির সকলকে অচেতন করে ফেলে। এ সময় বাড়ি থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়
অচেন অবস্থায় সবাই কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিগত কয়েক মাস আগেও একই বাড়ী থেকে কয়েক লক্ষ টাকার ৫/৬ গরু নিয়ে যায় চোরেররা।।এর আগে সুকুমার ব্যানার্জি ও ডাক্তার অরুন কুমার মন্ডল এর বাড়িতে একই রকম ডাকাতের ঘটনা ঘটে।বারবার এমন ঘটনায় এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে।বিষটির প্রতি প্রসাশনের সুদৃষ্টি কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *