সমাজের আলো : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা ভুবন মোহন রাধাবল্লব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কতিপয় শিক্ষকের বিরুদ্ধে অন্যের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। গত ৩০ আগস্ট সকালে প্রধান শিক্ষকসহ কিছু শিক্ষক এ ঘটনা ঘটিয়েছে। এধরণের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সরেজমীনে গেলে ক্ষতিগ্রস্থ জুলফিকার আলী জানান ১৯৯২ সালে পুইজালা মৌজার এসএ মালিকের ওয়ারেশ আমিরুল ইসলামের নিকট থেকে বিএস ৩০৩নং খতিয়ানের হাল ২২৯১ দাগে ৮শতক , বিএস ৫৮০ যার হাল একই দাগে ৮শতক জমি শান্তিপূর্নভাবে ভোগ দখলে আছি। গত ২১সালে তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্য ধ্রুব ঢালী, ইস্রাফিল এবং রফিকুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপ জরীপ হয়েছে। মাপ জরীপ করে স্কুল ও আমার সীমানা নির্ধারন করে দেয়। সে সময় স্কুলের মাঠ ভরাটের সাথে আমার জমি ভরাটের জন্য ৩০ হাজার টাকা গ্রহন করেন শিক্ষক রমেশ। এ ছাড়া ৩০আগস্ট সকাল ৯টার সময় প্রধান শিক্ষক রমেশ মন্ডল, সহকারি শিক্ষক গৌতম সানাসহ আমার বহুদিনের সীমানার ঘেরা কাটতে থাকে। খবর পেয়ে আমার মা তাদের কাজে বাঁধা দিলে প্রধান শিক্ষকের নির্দেশে সহকারী শিক্ষক গৌতম সানা নিজে হুমকী প্রদর্শন করে। এরপর প্রধান শিক্ষক ৯৯৯ নং এ ফোন করে উদ্দেশ্যে প্রনোদিত হয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার একটি অপচেষ্টা করে। এলাকার সুধিজন স্কুলের লেখাপড়ার সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *