নিজস্ব প্রতিনিধি: মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আশাশুনির প্রতাপনগরে জমকালো আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) বিকেলে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ৩ লক্ষ টাকার ৪ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা -৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠ পুত্র সমাজসেবক, শিল্পপতি কাজী সাজেদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স.ম. আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজেদুজ্জামান বলেন, ছাত্রদলের এই সুন্দর আয়োজন কে আমি সাধুবাদ জানাই। খেলাধুলার মাধ্যমে যুবকদের প্রতিভা বিকশিত হয়, এর মাধ্যমে যুব সমাজ মাদকাসক্ত থেকে রক্ষা পাবে। ফুটবল বাংলাদেশের গ্রামীণ সমাজে ঐক্যের প্রতীক। এমন আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বাড়াবে। গ্রাম পর্যায়ে খেলোয়াড়দের বাছাই করে শহরে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দিলে, বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় অবস্থান নিয়েছে, ফুটবল কেউ সেখানে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবকদের নিয়ে এই স্বপ্নটি দেখছেন। বাংলাদেশের সকল খেলা থেকে পেলেয়ার তৈরি হবে, এবং তাদের কর্মসংস্থান তৈরি হবে। খেলোয়াররা আন্তর্জাতিক লেভেলে পৌঁছালে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আসবে এবং অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, আলমগীর মল্লিক, ইউনিয়ন যুবদলের আহবায়ক কেরামত আলী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান ছট্টু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রিপন, সহ গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় আশাশুনি বারানশিপুর ফুটবল টিম ও শ্যামনগর শামীমা ক্লিনিক এন্ড ভিক্টোরিয়ান্স ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে আশাশুনি বারানশিপুর ফুটবল টিমকে হারিয়ে বিজয় অর্জন করে শ্যামনগর শামীমা ক্লিনিক এন্ড ভিক্টোরিয়ান্স ফুটবল একাদশ। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *