সমাজের আলো : আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়ে স্কুলে যোগদান করেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে জনৈক স্কুল ছাত্রী ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশাধনী ২০০৩) আইনের ১০ ধারায় মামলা রুজু করে।
মামলা নং ১৭, তাং ১৭-০৫-২২, যার জিআর নং ১১৬/২২। মামলা রুজু হলে স্কুলের শিক্ষকমন্ডলী, এসএমসি সভাপতিসহ সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের বড় অংশ ঘটনা পরম্পরা ও উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনাপূর্বক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনরূপ অনৈতিক ও সন্দেহযুক্ত আচরণে ত্রুটির কথা অস্বীকার করেন। তারা ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে ভিকটিম ও তার মামারাসহ দু’একজন ভিন্ন পরিসরে অভিযোগের পক্ষে কথা বলেন। স্কুলের এসএমসি সভাপতি সরোয়ার হোসেন, কমিটির সকল সদস্য, সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, সহকারী শিক্ষক আবু মুছা, কৃষি শিক্ষক খলিলুর রহমানসহ অন্য শিক্ষকমন্ডলী, ১০ম শ্রেণীর ছাত্রী ও ভিকটিমের সহপাঠীসহ অনেক শিক্ষার্থী অভিযোগের ব্যাপারে সন্দেহ পোষণ করে অভিমত ব্যক্ত করেন। তারা সবাই অভিযোগ তদন্তপূর্বক প্রকৃত দোষী শাস্তিপাক এই মর্মে সহমত পোষণ করেন। আবার অভিযোগকারীর পূর্বাপর কিছু ঘটনার উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর তদন্তের দাবী তোলেন।
