সমাজের আলোঃ আশাশুনি উপজেলার বড়দলে জেলে যাচাই বাছাই কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরকার জেলেদের সুযোগ সুবিধা পাইয়ে দিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তাদের তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহন করেন।
ইতিপূর্বে জেলেদের তালিকা প্রস্তুত করে, যাচাই বাছাই শেষে জেলেদের কার্ড প্রদান করা হয়।
এর মধ্যে বাদ পড়া জেলেদের তালিকা প্রস্তুতসহ জেলেদের তালিকা যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বড়দল ইউনিয়নের ট্যাগ অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক স্থানীয় জনপ্রতিনিধিসহ গণমান্য ব্যক্তিদের সমন্বয়ে উক্ত যাচাই কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।

