সমাজের আলো : আশাশুনি উপজেলার বড়দলে শিক্ষকের বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ফকরাবাদ গ্রামে এ চুরির ঘটনা ঘটে। মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরাবাদ গ্রামের বাসিন্দা এসএম আবু ছাদেক সোমবার ঘরে তালা লাগিয়ে শিক্ষক স্ত্রীকে নিয়ে সাতক্ষীরা গিয়েছিলেন।রাত সাড়ে ৮টার দিকে শিক্ষকের মা তাকে ফোন করে বাসায় চুরির খবর দেন। তারা বাড়ি ফিরে দেখেন ঘরের বিভিন্ন বাক্স ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান বস্ত্রাদি চুরি করে নিয়ে গেছে। শিক্ষক নিজে বাদী হয়ে অজ্ঞাতানামা ব্যক্তিদের আসামী করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওসি মু. গোলাম কবির জানান, চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

