সমাজের আলো : আশাশুনি উপজেলার শ্রীউলার মাড়িয়ালা মোড়ে জুই কমম্পিউটার এন্ড ইলকট্রনিক্সে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনে দুপুরে এ চুরির ঘটনা ঘটে। জুই কমম্পিউটারের মালিক মো: জয়নাল আবেদিন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুরে তিনি তার দোকান বন্ধ করে বাড়িতে যান। ঐদিন বিকালে এসে দোকানের শার্টার খুলে দেখেন পিছনের দেওয়াল ভেঙে দোকানে প্রবেশ করে নতুন সব মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা, ২৫হাজারটাকাসহ সবকিছু এলোমেলো করা ও দোকানে রাখা ২টি স্মার্টফোনটি নেই। ফোনটির আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা। তিনি আরও বলেন, ফোনটি তিনি কোনদিন বাড়িতে নিয়ে যেতেন না। এ ব্যাপারে আশাশুনি থানার দায়িত্বরত সাব-ইন্সেপেকটর সেলিম হোসেন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি সকল চুরি হওয়া মালের তালিকা করে নিয়েছি। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যের নিবো এবং আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *