সমাজের আলো : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বসতবাড়িতে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনায় এক প্রতিবন্ধী মহিলা গুরুতর আহত হয়েছে। আহত নাজমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে।বকচর গ্রামের মৃত সবুর সরদারের পুত্র সোহেল রানার এজাহার সূত্রে জানা গেছে, তাদের বসতভিটার জমি ভাগাভাগি নিয়ে মৃত জব্বার সরদারের ছেলে আব্দুল ওহাব সরদার দিং এর সাথে দ্বন্দ্ব ছিল।আব্দুল ওহাব, তার ছেলে আশরাফুল, ইশার আলি ও ইব্রাহিম শত্রুতা সৃষ্টি করে তাদেরকে (বাদী) হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছিল। এরই জের ধরে ১১ নভেম্বর সকাল ৯টার দিকে বাদী ও তার মা বাড়িতে না থাকার সুযোগে আব্দুল ওহাব, আশরাফুল, ইশার আলি, ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে রান্নাঘর ও টয়লেট ভাংচুর করতে থাকে। বাদীর শ্রবন প্রতিবন্ধী বোন নাজমা খাতুন (২৮) বাধা দিতে গেলে বেদম মারপিট করে রক্তজমাট জখম করা হয়। শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এব্যাপারে আশাশুনি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *