আজহারুল ইসলাম সাদীঃ আশাশুনি-পারুলিয়া সড়কের কামালকাটি বাজারের নিকটবর্তী কালভার্টি ভেঙ্গে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে, গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি চরম আকার ধারন করেছে।
আশাশুনি-পারুলিয়া সড়কের আশাশুনি অংশে শোভনালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামালকাটি বাজারে বৃহৎ এই কালভার্টি অবস্থিত।

অতিব গুরুত্বপূর্ণ এই সড়কটি সাতক্ষীরা সদরসহ কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনিসহ পার্শ্ববর্তী খুলনা জেলার পাইকগাছা, কয়রাসহ বিভিন্ন উপজেলার সংযোগ সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে।

পানি উন্নয়ন বোর্ড কালভার্টের নিচ দিয়ে প্রবাহিত নদী খনন কাজ করাচ্ছে। কয়েকদিন আগে কোন রকম প্রোটেকশান ব্যবস্থা ছাড়াই তারা খাল/নদী খননের কাজ করে, যার ফলে ব্রীজের এ্যাপ্রোচ বসে গেছে এবং ব্রীজের পূর্ব পার্শে ৩ ফুট বসে গেছে এবং ব্রীজের উইং ওয়াল ভেঙ্গে গেছে। পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট এল জি ইডি কে অবহিত না করেই কাজ করেছে। এধরনের অনুমতি না নেওয়ার ঘটনা ইতিপূর্বে অনেক স্থানে ঘটলেও তাদের বিরুদ্ধে কোন রূপ ব্যবস্থা না নেওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে সচেতনমহল জানিয়েছেন।

এব্যাপারে রাস্তা ও কালভার্ট দ্রুত সংস্করণ করণের জন্য এলাকাবাসী উদ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *