সমাজের আলো : বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্রুত বিচার আইনসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে সেলফি ও ছবি তোলার ঘটনায় পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। ওসির সঙ্গে আসামির সেলফি সংক্রান্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ ওই দিনই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খানকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিলে আজ বুধবার এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।’ গত রোবাবার বিকেলে বাউফল থানা চত্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ করায় বাউফল থানা পুলিশের ‘আনন্দ উদযাপন’ নামের একটি অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে দ্রুত বিচার আইনের মামলার আসামিদের সঙ্গে সেলফি তোলেন বাউফল থানার ওসি। ওই ছবি আসামিরা ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আনন্দ উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই আমার সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন। তাদের মধ্যে কে আসামি, আর কে আসামি না, তা আমি চিনতে পারিনি।’

