আজহারুল ইসলাম সাদীঃ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা ভেঙে যাওয়া সাংবাদিক ইয়ারব হোসেন এর প্লাস্টার আজ বৃহস্পতিবার (৯ জুলাই) খুলে বদলানো হয়েছে।
এলক্ষে আজ সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থোপেডিক্স ডাঃ হাফিজুল্লাহ তার পায়ের প্লাস্টার খুলে আবার নতুন করে লাগান।
এসময় ডাঃ বলেন আগের চেয়ে সাংবাদিক ইয়ারব হোসেন এর পায়ের অবস্থা অনেক ভালো।
উল্লেখ্য দৈনিক সমাজের আলো সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেন গত ৩০ জুন সাতক্ষীরা সদরের তুজুলপুর কৃষি ক্লাব ও কৃষি জাদুঘরের সামনে সাতক্ষীরা- যশোর মহাসড়কের ধারে দ্রুতগামী বেপারোয়া একটি মটর সাইকেল এর ধাক্কায় গুরুত্বর আহত হয়ে তার ডান পায়ের দুটি হাড় ভেঙ্গে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
আজ তার পায়ের প্লাস্টার বদলানো হয়েছে, সাংবাদিক ইয়ারব হোসেন তার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
ইতিপূর্বে অসুস্থ সাংবাদিক ইয়ারব হোসেনকে সাংবাদিক সহকর্মি সাতক্ষীরা জেলা প্রশাসন জনপ্রতিনিধি, আত্মীয় পরিজনসহ সকলর খোঁজ খবর নেয়ার জন্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীরা পাশে থেকে খোঁজ খবর নেয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
