সমাজের আলো।। অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ দলটির এ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকার প্রবেশপথ আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।

