সমাজের আলো।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে জামিনে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের (উপজেলা নির্বাহী কর্মকর্তা) প্রশিক্ষণ কর্মশালায় কমিশনার আনোয়ারুল ইসলাম এই কঠোর অবস্থানের কথা বলেন।
ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা, সততা দেখানোর সুযোগ এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাজ করলে ইসি সঙ্গে আছে। উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।’
এ সময় কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ইউএনওদের কাজ করার নির্দেশ দেন।
