সমাজের আলো : নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের অশালীন আচরণে অতিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।ইউএনওর অপসারণ দাবিতে গত ৩০ ডিসেম্বর ৩০ বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। ইউএনও’র দ্রুত বদলির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ সুধীজনরা।
অভিযোগ সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আলপনা ইয়াসমিন গত বছরের ৪ জানুয়ারি যোগদান করেন। যোগদানের পর থেকেই তার অশালীন কথাবার্তা, অন্যায় আবদার ও আচরণ দিন দিন বেড়েই চলছি। বীরমুক্তিযোদ্ধাদের অসম্মানজনকভাবে নাম ধরে ডাকা, সরকারি ত্রাণের কম্বল দেওয়ার ব্যাপারে অনিচ্ছা প্রকাশসহ তার বিভিন্ন অশালীন আচরণে অতিষ্ঠ বীরমুক্তিযোদ্ধারা। এছাড়া শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিদের হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বদলগাছী সদর ইউনিয়নের সাবেক কমান্ডার ও গাবনা গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা জসমত আলী বলেন, তিনি (আলপনা ইয়াসমিন) ইউএনও হিসেবে যোগদানের কিছুদিন পর থেকে মুক্তিযোদ্ধাসহ সব সেবাগ্রহীর প্রতি একটা বিরূপ আচরণ করেন। তার কাছে আমরা কোনো কাজে গেলে গুরুত্ব দেন না। এমনকি বসার জন্য কোনো স্থানও দেন না। সরকার আমাদের প্রতি গুরুত্ব দিয়েছেন। কর্মকর্তাদেরও আমাদের প্রতি গুরুত্ব ও সম্মান দিতে বলা হয়েছে।তিনি বলেন, আমাদের বয়স হয়েছে, আর কয়দিনই বা বাঁচবো। তিনি আমাদের সন্তানের বয়সী। আমাদের সঙ্গে তার এমনটা করা ঠিক হয়নি।তিনি আরও বলেন, এর আগে যেসব ইউএনও বিদায় নিয়েছেন তারা আমাদের পরামর্শ দিয়েছেন ও সম্মান করেছেন। কিন্তু তিনিই একমাত্র যিনি আমাদের সঙ্গে অশালীন আচরণ করছেন।

