সমাজের আলো : ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক হামলার ফলে সাত বছরেরও বেশি সময় পরে প্রথমবারের মতো তেলের মূল্য প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠে গেছে। ওদিকে এশিয়ার শেয়ারবাজারগুলোতে ট্রেড কমে গেছে শতকরা ২ থেকে ৩ ভাগ। ইউক্রেন ইস্যুতে উত্তেজনা দেখা দেয়ায় কয়েকদিন ধরে শেয়ারবাজারে উত্থান-পতন দেখা দিয়েছে। কয়েকদিন আগে প্রেসিডেন্ট পুতিন শান্তিচুক্তি ভঙ্গ করে ইউক্রেনের রাশিয়াপন্থি বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক এবং লুহানস্কে সেনা পাঠানোর ঘোষণা দেন।

এর ফলে তেলের মূল্য প্রতি ব্যারেল ৯৮ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল। সেই তেলের প্রতি ব্যারেলের দাম এখন ১০০ ডলার ছাড়িয়ে গেছে। যুদ্ধ শুরুর ফলে তেলের সবরাহ বিঘ্নিত হবে, এই আশঙ্কায় সবাই ঝুঁকছেন তেলের দিকে। ফলে মূল্য স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে।বিবিসির এশিয়া বিজনেস বিষয়ক প্রতিনিধি মারিকো ওই বলেছেন, বিনিয়োগকারীরা সতর্ক হয়ে গেছেন। কোন সম্পদ নিরাপদ তা বিবেচনা করছেন তারা। সেই অনুযায়ী কেনাবেচা চলছে। এক বছরের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চে পৌঁছেছে। মার্কিন ডলার এবং জাপানি ইয়েনও শক্তিশালী হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *