সমাজের আলো: ইউটিউব দেখে বানানো নকল বোমা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মুন্সীগঞ্জে একটি কাপড়ের দোকানে অল্প বেতনের চাকরি নেয় কিশোর সামিউল (ছদ্মনাম)। কিন্তু স্বল্প সময়ে ধনী হওয়ার আশায় সেখান থেকে পালায়। ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম প্যাট্রল দেখে উদ্বুদ্ধ হয়ে পা বাড়ায় অন্ধকার পথে। এর পর চাঁদা দাবি ও বোমা বানানোর ছক আঁকে। এ জন্য অপরাধভিত্তিক হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখতে শুরু করে সামিউল। একপর্যায়ে হিন্দি ভাষা ও সন্ত্রাসী পরিচয়ে হুমকি-ধমকি দেওয়ার কৌশল রপ্ত করে। ইউটিউব দেখে শেখে নকল বোমা বানানোর কৌশল। এর পরই পূর্বপরিচিত হুমায়ুন কবির নামে গুলশানের এক ব্যবসায়ীকে ফোন করে সামিউল (ব্যবসায়ীর গ্রামের বাড়ির কেয়ারটেকারের ছেলে) নিজেকে ভারতীয় শীর্ষ সন্ত্রাসী (উপমহাদেশের কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল) পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে বোমা মেরে সপরিবারে উড়িয়ে দেওয়ার ফাঁদ পাতে। ভয় দেখাতে ওই ব্যবসায়ীর গাড়িতে সামিউল আটকে দেয় নকল বোমা। তবে শেষ রক্ষা হয়নি। গত বুধবার মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *