রবিউল ইসলামঃ পারিবারিক অস্বচ্ছলতার সুযোগে শ্রমিক সর্দারের টোপ ‘হজম’ করা পরিবারের পিড়াপিড়িতে ইট ভাটার কাজে যেয়ে লাশ হয়ে বাড়িতে ফেরা দশ বছরের শিশু জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা এগারটার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার ভোরে জাহিদুলের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। উল্লেখ্য, গত সোমবার বেলা সাড়ে এগারটার দিকে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ব্রাহ্মণপাড়া রামনগর এলাকার এমএসডি নামীয় ইট ভাটায় তার মৃত্যু হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হামজার আলী-মোমেনা দম্পতির পরিবার চরমভাবে অস্বচ্ছল। দু’বেলা দু’মুঠো ভাত যোগাড় করা তাদের জন্য খুবই দুষ্কর। চরম দরিদ্র হওয়ায় মানসিক ভারসাম্যহীন পিতা মাতার ভরসা হয়ে পরিবারের জন্য দু’মুঠো ভাতের সংস্থান করার আশা নিয়ে শ্রমিক সর্দারের হাত ধরে কুমিল্লা পাড়ি জমায় জাহিদুল। ইটের ভাটার কষ্টকর কাজে যাওযার পনের দিন পর লাশ হয়ে পরিবারের কাছে ফিরলো শিশু জাহিদুল ইসলাম। শিশু জাহিদুলকে ইটের ভাটায় কাজ করতে নিয়ে যাওয়া শ্রমিক সর্দার রবিউল ইসলামের দাবি, মাটি ভেজানোর কাজে ব্যবহৃত মটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার ভোরে শিশু জাহিদুলের মৃতদেহ এলাকায় ফেরার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে জাহিদুলের প্রতিবেশীরদের কয়েকজন বলাবলি করে যে ইটের ভাটায় কঠোর পরিশ্রমের কারণে সম্প্রতি জাহিদুল বাড়িতে ফিরতে পিড়াপিড়ি শুরু করেছিল। স্থানীয়রা জানায়, মুঠোফোনে সোমবার বেলা বারটার দিকে জাহিদুলের পরিবারকে তার মৃত্যুর সংবাদ জানায় শ্রমিক সর্দার একই গ্রামের রবিউল ইসলাম। মাটি ভেজানোর কাজে ব্যবহৃত মোটরের তারে জড়িয়ে জাহিদুল মারা যায় বলেও তিনি নিশ্চিত করেন। তবে সকালের দিকে জাহিদুল সেখানে মারামারি করে আহত হয়েছে বলে জানানো হয় বলেও তারা দাবি করেন। আকবর আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও কর্মস্থলে যাওয়ার পর থেকে কষ্টের কাজ থেকে নিস্কৃতি পেতে দশ বছরের জাহিদুল বাড়িতে ফেরার তাগাদা দিয়ে আসছিল বলে তারা জেনেছিলেন। স্থানীয়রা আরও জানান, জাহিদুল ইসলামের মা মানসিকভাবে ভারসাম্যহীন মোমেনা বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালানোর চেষ্টা করে। পরিবারের দুর্দশা দেখে শ্রমিক সর্দার রবিউল ইসলাম জাহিদুলকে কুমিল্লার রামনগর এলাকার ইটের ভাটায় নিয়ে যায়। ভাটায় নেয়ার পূর্বে জাহিদুলের পরিবারকে শ্রমিক সর্দার অগ্রীম কিছু টাকাও দেন। জাহিদুল ইসলামের খালা সফুরুন্নেছা বেগম বলেন, আমার বোন ও ভগ্নিপতি প্রতিবন্ধী। ভিক্ষা করেও সংসার না চালাতে পারায় রবিউলের পরামর্শে জাহিদুলকে ইটের ভাটার কাজে পাঠানো হয়। তার ভাগ্নে জাহিদুল সোমবার বেলা সাড়ে এগারটার দিকে কাজ করার সময়ে মটরের তারে জড়িয়ে মারা যায় বলে তাদেরকে জানানো হয়। শ্রমিক সর্দার রবিউল ইসলাম বলেন, কুমিল্লায় তার দুটি ভাটায় শ্রমিক দেয়া রয়েছে। একদিন আগে অন্য ভাটায় যাওয়ার পর সোমবার বেলা সাড়ে এগারটার দিকে জাহিদুল বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় বলে তাকে জানায় ভাটার ম্যানেজার। তার নিজের বার বছর বয়সী ছেলে রাকিবও ইটের ভাটায় কাজ করছে উল্লেখ করে রবিউল বলেন, করোনার কারণে স্কুল বন্ধ থাকা ও পরিবারের কোন আয় রোজগার না থাকায় তার প্রস্তাবে রাজি হয়ে জাহিদুলকে তার সাথে পাঠায় নিহতের পরিবার। স্থানীয় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লার একটি ইটের ভাটায় মারা যায়। বিষয়টি নিছক একটি দুর্ঘটনা নিশ্চিত হওয়ার পর স্থানীয়দের মধ্যস্থতায় নিহতের পরিবারকে শ্রমিক সর্দার এক লাখ টাকা দিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট ইট ভাটার ম্যানেজার মামুন কারিকর ও কোম্পানি পরিচালক গিয়াসউদ্দীনের সাথে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। ‘সুজন’ এর শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, ইট ভাটায় শিশু শ্রমিকের ব্যবহার বন্ধে আইন থাকলেও তার প্রয়োগ নেই। এমন মর্মস্পর্শী ঘটনার দায় এড়াতে পারে না কোন পক্ষ। দায়ীদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রুজু হওয়া উচিত। জরুরী ভিত্তিতে শিশু জাহিদুলের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে ইট ভাটায় শিশু শ্রমিক নিয়োগ ব




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *