সমাজের আলোঃ বরিশালের মেহেন্দিগঞ্জে বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ এনে মসজিদের ইমামের গলায় জুতার মালা পড়ানোর ঘটনার মুল হোতা ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় ৭০ হাজার টাকা চাঁদাবাজি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ইমাম মাওলানা শহিদুল ইসলাম বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ১০ জনকে নামধারী এবং আরো ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নাঈমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার প্রধান আসামি মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায়।
এ কারণে তাকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন তারা। পরে জানতে পারেন মোস্তফা রাঢ়ী মুলাদী পৌর এলাকায় আত্মগোপন করেছেন এবং রাতে লঞ্চ যোগে পালিয়ে ঢাকায় যাবেন।
এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক নিজেই মুলাদী পৌর এলাকার হাওলাদার বাড়ির সামনে অবস্থান নেন। সন্ধ্যা ৬টার দিকে ওই চেয়ারম্যান পালিয়ে যাবার সময় রাস্তা থেকে তাকে গ্রেফতার করেন।
তবে এর আগেই ঘটনার পর পরই বৃহস্পতিবার রাতে ইমামের গলায় জুতার মালা পড়ানোর ঘটনার মুল হোতা দড়িচর খাজুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছত্তার সিকদার এবং বৃহস্পতিবার সকালে বজলু আকন নামের
