যশোর প্রতিনিধি
জরুরি মুহূর্তে রক্তের অভাব মেটাতে এবং রক্তদাতা ও গ্রহীতার মধ্যে দ্রুত সেতুবন্ধন তৈরি করতে ইয়াভ ফাউন্ডেশন চালু করেছে ডিজিটাল ব্লাড ব্যাংক প্ল্যাটফর্ম “Next Blood”। মূলত সময়ের ব্যবধানে সঠিক গ্রুপের রক্ত খুঁজে না পাওয়ার যে সংকট,তা কাটিয়ে ওঠার লক্ষ্যেই এই অনলাইন প্ল্যাটফর্মটি কাজ করবে।
“Next Blood”প্রজেক্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াভ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জয় দত্ত। এছাড়া চিফ কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা রোহিত রায়। পুরো প্ল্যাটফর্মটির কারিগরি বা টেকনোলজিক্যাল সহযোগী হিসেবে কাজ করেছে ‘Modern Innovix’।
প্রজেক্টটির কমিউনিকেশন হেড হিসেবে যুক্ত হয়েছেন ‘পিপলস পালস অ্যাসোসিয়েশন’ (পিপিএ)-এর প্রতিষ্ঠাতা মোঃ নাফিস আনজুম রিফাত। এছাড়াও ইয়াভ স্কোয়াড সদস্য অভি শাঁখারি, সাদিয়া সিদ্দিকী, ফেরদৌস হাসান এবং সৌমিত্র গাঙ্গুলীসহ একঝাঁক তরুণ এই প্রজেক্ট টিমে কাজ করছেন।
এই মহৎ উদ্যোগকে সফল করতে সহযোগী হিসেবে কাজ করছে ‘People’s Pulse Association’। এছাড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে পাশে রয়েছে ‘খাজা স্কিল এন্ড ডেভেলপমেন্ট’। এই উদ্যোগটি বর্তমানের জনপ্রিয় ‘অরেঞ্জ সিটি ব্র্যান্ডিং’ লক্ষ্যমাত্রাকে আরও একধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, বর্তমানে সঠিক সময়ে রক্ত না পেয়ে অনেক রোগী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন, এমনকি অনাকাঙ্ক্ষিত মৃত্যুও ঘটে। এই বাস্তবতা বদলে দিতেই “Next Blood” কাজ করবে।
এই ডিজিটাল নেটওয়ার্কটি যত বড় হবে, মানুষের জীবন বাঁচানো তত সহজ হবে। গণমাধ্যমের সহযোগিতায় এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারলে একটি শক্তিশালী জীবনরক্ষাকারী নেটওয়ার্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *