রবিউল ইসলাম কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে কতৃক মা ইলিশ সংরক্ষনের জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। স্থানীয় প্রশাসনের সমন্বয় করে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম অধিনস্থ সকল জাহাজ, ঘাটি, স্টেশন, আউট পোষ্ট সমূহ যৌথ ভাবে ইলিশ প্রজনন সংরক্ষন কার্যক্রম সফল করার লক্ষে গতকাল থেকে আগামী ৪ঠা নভেম্বর ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ, ক্রয়, বিক্রয় নিষিদ্ধ করার লক্ষে অভিযান পরিচালনা করবে। বিগত বছরের ন্যায় এবারও কোস্ট গার্ড পশুর চ্যানেল, শিবসা চ্যানেল, বলেশ্বর চ্যানেল সহ সুন্দরবনস্থ সকল এলাকায় বেইস, জাহাজ, স্টেশন দিবারাত্রি পেট্রলের মাধ্যমে ইলিশ মাছ বন্ধের জন্য অভিযান পরিচালনা করছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রয়োজনীয় জনবল, জাহাজ, বোট মোতায়েন করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে: কমান্ডার শাহারিয়ার পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

