রবিউল ইসলাম : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নে এবং ইসলামিক রিলিফ ইউ এস এ- এর অর্থায়নে ইন্টিগ্রেটিং ডিজাস্টার রেজিলিয়েন্স ইনটু হিউম্যানিটেরিয়ান এ্যাকশন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ৩০০ জন শ্রমিক নিয়ে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীতে দৈনিক ৩০০ টাকা হাজিরায় ১৫ দিনের কাজের শেষে নগদ অর্থ প্রদান করা হয়। ১৫/০৩/২০২১ সোমবার বিকাল ৩টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ৩০০ জন শ্রমিকের মাঝে নগত অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডা. এস এম আব্দুর রউফ। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর শ্যামনগর উপজেলার প্রকল্প কর্মকর্তা ইনচার্জ মোঃ শাহারুল আলম, এ্যাসিস্টান একাউন্ট অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম সরকার ও সাবিনা ইয়াসমিন এবং সহকারী প্রকল্প কর্মকর্তা- টেকনিক্যাল মোঃ নিজাম হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইয়াহিয়ার রহমান খোকন, দৈনিক দক্ষিণের কণ্ঠস্বর-এর সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শাহাজাহান কবীর প্রমুখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

