সমাজের আলো : মানুষ বন্ধক রেখে ইয়াবা বিক্রির পদ্ধতি চালু করেছে মাদক মাফিয়ারা। তারা ইয়াবার ব্যবসা চাঙা এবং সহজ করতে নতুন এ বিক্রি পদ্ধতি চালু করেছে। মাদকের অন্ধকার জগতে দিন দিন তা জনপ্রিয় হয়ে উঠছে। সম্প্রতি গ্রেফতার হওয়া কয়েকজন মাদক ক্যারিয়ারকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ তথ্য পেয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘একসময় টাকা দিয়ে ইয়াবা কিনতে হতো ইয়াবা ব্যবসায়ীদের। বর্তমানে কিছু কিছু মাদক মাফিয়া বাকিতেই ইয়াবা বিক্রি করে। এক্ষেত্রে কোনো ব্যক্তিকে জামানত হিসেবে রাখতে হয় মাদক মাফিয়াদের হাতে। চালান নির্ধারিত গন্তব্যে পৌঁছালে তখন ইয়াবা বিক্রির টাকা পৌঁছে দেওয়া হয় মাদক মাফিয়াদের হাতে।জানা যায়, কক্সবাজারের মাদক মাফিয়ারা ইয়াবা বিক্রি আরও সহজ এবং চাঙা করতে ‘বন্ধক’ পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতির মাধ্যমে কোনো মাদক ব্যবসায়ীকে অগ্রিম কিংবা নগদে ইয়াবা কিনতে হয় না। কক্সবাজার থেকে নেওয়া চালান গন্তব্যে পৌঁছালে পরিশোধ করতে হয় টাকা।
ইয়াবার ব্যবসার বন্ধক হিসেবে কাজ করা এক ব্যক্তির সঙ্গে কথা হয়।

