শ্যামনগর প্রতিনিধি : মঙ্গলবার সারা দেশের ন্যায় শ্যামনগর উপজেলায় ঈদ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ৩য় পর্যায়ে ৮৫টি জমি ও গৃহ হস্তান্তর ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।তিনি হস্তান্তরকৃত প্রতিটি ঘরে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি টানানোর জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তানজিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান গাজী অনিসুজ্জামান আনিচ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৃহ প্রাপ্ত ভূমিহীন রাম প্রসাদ সরকার, আফছা খাতুন প্রমুখ।

উল্লেখ্য যে ৩য় পর্যায়ে শ্যামনগর উপজেলায় বরাদ্ধকৃত ১৮৯টি ঘরের মধ্যে ৮৫টি ঘর হস্তান্তর করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *