সমাজের আলো : যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নূরুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্যে ভারতের রাজধানী দিল্লী এ্যাপোলো হাসপাতাল নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ছোট দুই ভাই তাকে নিয়ে ঢাকা ছেড়েছেন। আলহাজ নূরুজ্জামান গত ৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াকে ভর্তি করা হয়। সেখানে ২৮ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে বিদায় জানান।

