সমাজের আলো: সাত লাখ টাকা বিল আদায় করা হয়েছে যে রোগীর কাছ থেকে, তার মৃতদেহ ঢাকার জন্য একটা চাদরও দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ, এটা নাকি তাদের ‘সিস্টেমে’ নেই! তাহলে সিস্টেমে কি আছে? ভুতুড়ে বিল বানিয়ে রোগীদের গলা কাটা?
রোগী মারা গেছেন হাসপাতালে, স্বেচ্ছাসেবী একটি সংগঠনের পক্ষ থেকে কয়েকজন হাসপাতালে গেলেন সেই মৃতদেহ বুঝে আনতে, দাফনের ব্যবস্থা তারাই করবেন। গিয়ে হতভম্ভ হয়ে তারা দেখলেন, স্ট্রেচারে নগ্ন অবস্থায় পড়ে আছে লাশ, মৃতদেহ ঢাকার জন্য একটা চাদরও দেয়া হয়নি হাসপাতালের পক্ষ থেকে! সাত লাখ টাকা বিল আদায় করা হয়েছে যে রোগীর স্বজনদের কাছ থেকে, তার মৃতদেহ ঢাকার জন্য একশো টাকা দামের একটা চাদরও দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অমানবিক এই কাণ্ডটা ঘটেছে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে।
বাধ্য হয়েই পুরোপুরি নগ্ন অবস্থায় মৃত সেই ব্যক্তির শরীর বুঝে নিতে হয়েছে স্বেচ্ছাসেবীদের। তারাই নিজ খরচে বাইরে গিয়ে চাদর কিনে এনেছেন, সেই চাদরে মৃতদেহটা ঢেকে বয়ে নিয়ে নিজেদের নিয়ে আসা অ্যাম্বুলেন্সে তুলেছেন। তারপর শেষকৃত্যের ব্যবস্থা করেছেন। হাসপাতালের দায়িত্ব তো শেষ হয়ে গেছে বিল বুঝে পাওয়ার সঙ্গে সঙ্গেই। রোগী মরে গেছে, তার গায়ে চাদর থাকলেই কি, আর না থাকলেই কি! এত ঝামেলা দেখার সময় আছে হাসপাতাল কর্তৃপক্ষের?
স্বেচ্ছাসেবকরা হাসপাতালের লোকেদের জিজ্ঞেস করেছিলেন, কেন মৃতদেহের ওপর তারা একটা চাদরও দিলেন না? আনোয়ার খান মেডিকেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা নাকি তাদের সিস্টেমে নেই। এই দুটো শব্দ শুনে মনে প্রশ্ন জাগলো, আনোয়ার খান মেডিকেলের সিস্টেমে তাহলে কি কি আছে?
আমি বলি এই হাসপাতালের সিস্টেমে কি কি আছে- এখানে রোগীকে জিম্মি করে ভুয়া বিল দেখিয়ে টাকা আদায় করার সিস্টেম আছে, চার ঘন্টা অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে আটদিনের বিল তোলার সিস্টেম আছে, কোভিড ডেডিকেটেড হাসপাতাল হয়েও রোগীর নামে লক্ষাধিক টাকার বিল তোলার সিস্টেম আছে, করোনার এই মুহূর্তে ব্যবসার জন্য সরকারের সঙ্গে করা চুক্তি থেকে কোন নোটিশ ছাড়াই বেরিয়ে যাওয়াটা এদের সিস্টেমে আছে, শুধু নেই মারা যাওয়া রোগীর শরীর একশো টাকার একটা সাদা চাদর দিয়ে ঢেকে রাখার সিস্টেমটাই।
