সমাজের আলোঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকায়- ২ ও পাটগ্রামের দহগ্রামে-২ জন মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত এবং দুইজন আহত হয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামের রমজান আলীর পুত্র মন্টু মিয়া (৪৮) ও তার ভগ্নীপতি হামেদ আলীর পুত্র আতি মিয়া (৫০)।
অপর দিকে পাটগ্রাম উপজেলার জাহিদুলসহ কয়েকজন দহগ্রামের সাকোয়া নদীতে মাছ ধরতে যায়। সকালে মাছ ধরা অবস্থায় খন্দকার আলীর পুত্র, জাহিদুল ইসলাম ও জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন বজ্রপাতে নিহত হন এবং আহত হন আরো দুজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

