সমাজের আলো : নাইজেরিয়া ৪০ জন শ্রমিককে গলা কেটে হত্যা করছে দুর্বৃত্তরা। ধানেক্ষেতে কাজ করার সময় তাদের নির্মমভাবে গলাকাটা হয়। শনিবার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় কশোবি গ্রামে এই হত্যাকাণ্ড চালানো হয়। গ্রামবাসী ৪৩টি মরদেহ উদ্ধার করেছে। সবাইকে একই কায়দায় হত্যা করা হয়। কারা হত্যা করেছে তা এখনো জানা না গেলেও স্থানীয় সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ‘বোকো হারাম’ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযানে নেমেছে প্রশাসন। ইব্রাহিম লিমান নামে একজন স্থানীয় জানান, নিহত কৃষকরা কাজের সন্ধানে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি আসেন। এতেই কাল হলো কৃষকদের। ৬০ জন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাজ করার চুক্তি ছিল। ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হন ছয়জন। আরও কয়েকজনকে না পাওয়ায় তাদের অপহরণ করা হয়েছে মনে করছেন গ্রামবাসী।

