মো: রাহাতুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ-
একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২৬শে জুন বিকাল সাড়ে ৪টায় মুক্তিযুদ্ধের আদর্শের অজেয় রূপের প্রতিচ্ছবি শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকীতে শহরের মিনি মার্কেস্থ ম্যানগ্রোভ সভাঘরে একটি স্মরণ সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরার একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির আহবায়ক ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদকও প্রকাশক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে এবং শিক্ষক ও কবি গাজী শাহজাহান সিরাজ (সৌহার্দ সিরাজ) এর সঞ্চালনায় স্মৃতিচারনে অংশ নেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় চিকিৎসা সহায়ক সেল এর সাংগঠনিক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, বাসদ জেলা সংগঠক এড. আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ জাসদ জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, কবি স ম তুহিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ডা: মুনসুর রহমান, শ্যামনগর নির্মূল কমিটির সংগঠক শেখ ফারুক হোসেন,
কবি মন্ময় মনির, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা,সাংগঠনিক সম্পাদক রাহাতুল ইসলাম, আশরাফ সরদার, মাহফুজুর রহমান, মোহাম্মদ ইমন ও হাবিবুর রহমান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের আদর্শকে ধারন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তরফদার,
বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ, হাতেমসহ সকল মুক্তিযোদ্ধা হত্যার বিচার করা, ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসীদের হাতে নিহত রায়হান, মামুনসহ ১৬জন হত্যার সাথে যুক্ত ও নাশকতা মামলার সকল আসামীদের বিচারের আওতায় নিয়ে আসা ও সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত কার্যকর করা এবং স্বাধীনতা বিরোধীদের নামে সাতক্ষীরার সকল প্রতিষ্ঠান ও সড়কের নাম করন বাতিল করে মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল ব্যক্তিদের নামে করতে হবে।
ত্যাগ–তিতিক্ষার সমুজ্জ্বলে যে নাম উদ্ভাসিত, যে নাম স্বদেশ প্রীতিতে অগ্নি উজ্জ্বল সে নাম জাহানারা ইমাম বলে উল্লেখ করে স্মরণ সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে যখন মহান স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা দেশে আবার নতুন করে পুনর্বাসিত হচ্ছিল ঠিক সেই সময় মৃত্যু ভয়কে উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম।
তিনিই যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে নবপ্রজন্মকে উজ্জ্বীবিত করেছিলেন। এখনও সকল মানবতা বিরোধীর বিচার সম্পন্ন হয়নি যতদিন পর্যন্ত সকল মানবতা বিরোধীর বিচার শেষ না হবে আমাদের আন্দোলন ততদিনই চলবে। বক্তারা বলেন শহীদ জননীর আদর্শকে লালন করেই আমাদের সম্মুখপানে এগুতে হবে।

