সমাজের আলো: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। আর এসকল গণ ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগ উঠছে স্থানীয় ইউপি মেম্বনর, যুবলীগ নেতাসহ রাজনৈতিক লেজুড় বৃত্তিকারী বখাটেদের বিরুদ্ধে। সম্প্রতি পৃথক দুটি স্থানে পর পর দুটি গণধর্ষনের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা বেড়েই চলেছে। সর্বশেষ দেবরকে মারপিট করে তার কাছ থেকে ভাবিকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউপি মেম্বর, যুবলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে। শুক্রবার ওই ধর্ষিতা নারীকে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে ডাক্তারি পরিক্ষার জন্য। পুলিশ পৃথক দুই মামলায় তিন ধর্ষককে গ্রেফতার করলেও অন্য আসামীরা এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে।
