সমাজের আলো: মিয়ানমার থেকে এক কাপড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা এখন কোটিপতি। এনজিওতে চাকরি, ইয়াবা, অস্ত্র ও স্বর্ণের কারবার করে কোটিপতির তালিকায় নাম উঠেছে আশ্রিত বহু রোহিঙ্গার। এজন্য কাউকে পরোয়া করছে না তারা। সূত্র জানায়, মিয়ানমারে থাকাকালে রোহিঙ্গারা বাংলাদেশী নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খুবই সমীহ করত। কয়েকদিন থাকার শর্তে একটি বারের জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করতে কাকুতি জানাত রোহিঙ্গারা। ঈদ-উল-ফিতর ও কোরবানি ঈদের আগে প্রায় সময় রোহিঙ্গারা সাহায্যের জন্য বাংলাদেশে চলে আসত। চোরাই পথে এসে দেশের বিভিন্ন স্থানে জাকাত-ফিতরার জন্য হাত বাড়াত ধনাঢ্যশালীদের কাছে। সেই রোহিঙ্গারা পালিয়ে এসে তিন বছরের মধ্যে কোটিপতি বনে গেছে। যেন আলাদিনের চেরাগ খুঁজে পেয়েছে এই জনগোষ্ঠীর অনেকে। তাদের কাছে এখন লাখ লাখ টাকা জমা। আছে স্বর্ণের বার ছাড়াও অবৈধ অস্ত্র। কারবার করছে লাখ লাখ পিস ইয়াবার। ক্যাম্প অভ্যন্তরে মার্কেট খুলে নিজেরাই দোকানি সেজে বিকিকিনি করছে। বনবিভাগের জায়গা দখলে নিয়ে ওইসব বনভূমিতে দোকানপাট গড়ে তুলেছে রোহিঙ্গারা। সন্ধ্যা ঘনিয়ে আসার পর আশ্রয় শিবিরগুলো যেন সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়ে পড়ে। এ কারণে স্থানীয়দের তো দূরের কথা, এখন রোহিঙ্গারা প্রশাসনের কথাও ঠিকমতো শুনতে চাইছে না। সূত্র আরও জানায়, শরণার্থী আইনানুসারে উদ্বাস্তুরা আশ্রয় শিবিরে সীমাবদ্ধ থাকবে। বাইরে কোথাও যেতে হলে ক্যাম্প ইনচার্জের অনুমতির প্রয়োজন পড়ে। ক্যাম্প অভ্যন্তরে দোকান-মার্কেট খুলে ব্যবসা দূরের কথা, আশ্রিত দেশের মুদ্রাও রাখতে পারে না শরণার্থী-উদ্বাস্তুরা। আশ্রিত দেশের সরকার ও সেবা প্রদানকারী এনজিওগুলো দেখভাল করবে তাদের। এনজিও, কারখানা বা কোম্পানিতে কোথাও চাকরি করতে পারে না উদ্বাস্তুরা। আন্তর্জাতিক শরণার্থী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোহিঙ্গারা ক্যাম্প ইনচার্জের অনুমতির তোয়াক্কা না করে যত্রতত্র যাওয়া-আসা করছে। চালিয়ে যাচ্ছে আমদানি নিষিদ্ধ পণ্যের কারবার। হাজার হাজার রোহিঙ্গা মোটা অঙ্কের বেতনে চাকরি করছে বিভিন্ন এনজিওতে। তারা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা এনজিওতে চাকরি পাচ্ছেন না অথচ অন্তত ৩০ হাজার রোহিঙ্গা চাকরি করছে বিভিন্ন এনজিওতে। এই সুযোগে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের জন্য সঠিক কোন আইন না থাকায় তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া যায় না বলে এতে চরম অসহায় হয়ে পড়ছে খোদ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। ক্যাম্প ত্যাগ করে অন্য ক্যাম্পে যাওয়ার প্রাক্কালে অনুমতি নিতে বললে রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রতি উল্টো তেড়ে আসে। রোহিঙ্গারা ইয়াবা বিক্রি করে বন্দুক কিনে নিয়ে আসছে আশ্রয় শিবিরে। সম্প্রতি চট্টগ্রামে দুইটি অস্ত্রসহ ইয়াবা কারবারি সন্ত্রাসী ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। রোহিঙ্গারা প্রাণের ভয়ে পালিয়ে এলেও তারা ক্যাম্পে অস্ত্র মজুদ করার পেছনে ভাবিয়ে তুলেছে ওয়াকিবহাল মহলকে। উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে সাঁড়াশি অভিযান চালানো হলে অন্তত সহস্রাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যাবে

