সমাজের আলো : এক ব্যবসায়ীকে ১৫ দিন আটকে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। আজ বিকালে সাতক্ষীরা ভোমরা বন্দরের সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাকসুদ এর অফিস থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত ব্যবসায়ীর নাম সাউথ মোঃ শাহ দাত তার বাড়ি হাটহাজারীতে চিটাগং ।
ব্যবসায়ীর স্ত্রী শিক্ষক হারানারে যা জানান ব্যবসায়ী লেনদেনের কথা বলে তার স্বামীকে সাতক্ষীরায় ডেকে নেয়। এর পর থেকে তার স্বামী দীর্ঘ ১৫ দিন ভোমরা বন্দরের মাকসুদের ম্যানেজার মহসিন এর বাড়িতে আটকে রাখা হয়। তার দু পায়ের নিচে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। আজ বিকালে ব্যবসায়ীকে সদর থানার পুলিশ উদ্ধার করেছে ।এ সময় গ্রেফতার করা হইছে মাসুমুলের ম্যানেজার মহাসিন কে।

