সমাজের আলো : আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে বেশ বিপাকেই আছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। একই ফ্ল্যাটে দীর্ঘ ১৮ ঘণ্টা ওই নায়িকার সঙ্গে কাটানোর বিষয়টি সামনে আসার পর বিভাগীয় শাস্তির মুখে পড়েছেন চৌকস এই গোয়েন্দা কর্মকর্তা। গত শনিবার তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ থেকে বদলি করা হয় পিওএম পশ্চিমে। এ ঘটনায় বেশ বিব্রত হয়েছে পুরো পুলিশ বাহিনীও। এর পরদিনই বিষয়টি তদন্ত করতে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি-ট্রেনিং) মিয়া মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর।

