রবিউল ইসলামঃ সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) এর উদ্যোগে সাতক্ষীরা সদরের তালতলা গ্রামে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। রবিবার বেলা ১১ টায় শীতবস্ত্র বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রোকনুজ্জামান, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ সহিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার, সদর সাতক্ষীরা ও স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের সহঃ সভাপতি জাহিদা জাহান (মৌ), সদস্য হাবিবুল্লাহ আল মামুন, হাফিজুল ইসলাম বুলবুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমূখ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এসসিএফের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বরাবরের মত গরীব ও অসহায় ব্যক্তিদের সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া করোনার শুরু থেকে সারা বছর জেলাব্যাপী অসহায়-দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ প্রদানের পাশাপাশি এধরনের কাজ অব্যাহত রাখার অনুরোধ করেন।

