সমাজের আলো এবার নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বৃহস্পতিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাতে এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। এর আগে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯ টায় উপজেলার চর ইশ্বর ইউনিয়নের ৬নং খাসের হাট বাজারের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

