সমাজের আলোঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে তিনি মাস্ক পরবেন। এর আগে মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন মি: ট্রাম্প। তিনি জনসমাগমে মাস্ক পরা থেকে বিরত ছিলেন। মি: ট্রাম্প বলতেন যে কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। রিপাবলিকান দলের একজন শীর্ষ সদস্য মি: ট্রাম্পকে আহবান জানান যে তিনি যাতে উদাহরণ সৃষ্টি করার জন্য মাস্ক পরিধান করেন। এর একদিন পরেই আমেরিকার ফক্স নিউজে মি: ট্রাম্প মাস্ক পরার পক্ষে মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক সম্পর্কে কী বলেছেন? ফক্স বিজনেস নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে মি: ট্রাম্প বলেন, “আমি মাস্কের পক্ষে।”
তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি মাস্ক পরবেন কিনা? তখন প্রেসিডেন্ট বলেন, “আমি যদি মানুষের সাথে ঠাসাঠাসি অবস্থায় থাকি, তাহলে আমি অবশ্যই আমি মাস্ক পরবো।” তিনি বলেন, মানুষ তাকে অতীতে মাস্ক পরতে দেখেছে।
মি: ট্রাম্প বলেন, জনসমাগমে মাস্ক পরার ক্ষেত্রে তার কোন সমস্যা নেই। তবে তিনি আবারো জোর দিয়ে বলেন, আমেরিকার সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। “আমাদের দেশে অনেক জায়গা আছে যেখানে মানুষজন পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে।” “মানুষ যদি মাস্ক পরে ভালো বোধ করে তাহলে তারা পরতে পারে।”
মি: ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, করোনাভাইরাস একদিন উধাও হয়ে যাবে – একথা তিনি এখনো বিশ্বাস করেন কিনা?
জবাবে তিনি বলেন, “আমি বিশ্বাস করি। অবশ্যই, কোন একটা সময় এটা চলে যাবে।”
