সমাজের আলো : রাশিয়া তার আকাশে যুক্তরাজ্যের সকল প্রকার বিমান চলাচল নিষিদ্ধ করেছে।
ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া এই সিদ্ধান্তের কথা জানাল। খবর বিবিসির।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের অবন্ধুসুলভ সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো
তিনি জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে পুতিনের সঙ্গে কথা বলার অনুরোধ করেছিলেন, কারণ তিনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
ম্যাক্রো বলেন, তিনি পুতিনকে ফোন করে বলেছেন যেন সামরিক অভিযান বন্ধ করা হয়।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তাকে আরও অনুরোধ করেছি যেন তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।’

