মোঃ জাহাঙ্গীর হোসেন : ১৩ জুলাই ২০২২(মঙ্গলবার)
আজ মঙ্গলবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে দিনব্যাপী এস,এস,সি ২০০৩ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। কলারোয়ার বিভিন্ন স্কুল থেকে ২০০৩ সালে এস,এস,সি পাস করছে এমন বন্ধুরা এই ঈদ পূর্ণমিলনীর আয়োজন করে ছিল।একে অপরের সাথে পরিচিতি পর্ব, নাস্তা, দুপুরের খাওয়া, নিয়ে মজাদার পর্ব। রেফেল ড্র, এবং ছয়টি টিম ভাগ করে সিক্স এ সাইড ক্রিকেট টূর্ণামেন্ট চলে সারাদিন । নীল ও সবুজ দল ফাইনালে মুখোমুখি হয়। সবুজ দলের অধিনায়ক মফিজুল ইসলাম টসে জয়লাভ করে ব্যাটিং এ সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১০ ওভারে ম্যাচে নীল দল সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৭১ রান। সবুজ দলের অধিনায়ক মফিজুল ২৩,দিদার ১৩ রান করেন। নীল দলের শরীফ ও সাগর ১ টি করে উইকেট লাভ করেন। জবাবে সবুজ দল ৫ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
সব্বোর্চ উইকেট শিকারী বোলার নির্বাচিত হন দিদারুল, সব্বোর্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন সবুজ দলের অধিনায়ক মোঃ মফিজুল ইসলাম, আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, ও জাহাঙ্গীর হোসেন। স্কোরারের দায়িত্ব পালন করেন সাজেদুল করিম তপু। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক আঃ ওহাব মামুন ও শেখ শাহাজাহান আলী শাহিন।
রাফেল ড্র তে প্রথম পুরুষ্কার মোবাইল ও অন্য পুরুষ্কার মঞ্চ থেকে বিতরন করা হয়। খেলা শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাফেল ড্র ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। রাফেল ড্র তে মোবাইল পুরুষ্কার জয়ী হন তৌহিদুর রহমান।
