উপকূলীয় প্রতিনিধিঃশ্যামনগরের বুড়িগোয়ালিনীর ভাঙন কবলিত এলাকায় এসএসসি-৯৫ ও এইচএসসি-৯৭ ফাউন্ডেশনের পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ শে জুলাই) বিকাল ৪ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৪ নং বুড়িঃ দাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে অত্র ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি, পূর্ব দূর্গাবাটি, পোড়াকাটলা, আড়পাঙ্গাশিয়া সহ পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত এলাকার ২৫০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও ১০ লিটার করে বোতলজাত খাবার পানি বিতরণ করা হয়।

উল্লেখ্য, এসএসসি-১৯৯৫ ও এইচএসসি-১৯৯৭ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে বিভিন্ন দূর্যোগ-দূর্বিপাকে অসহায়দের বিভিন্ন ইস্যুতে সাহায্য সহযোগিতা করে থাকেন। ফাউন্ডেশনের পক্ষে ঢাকা থেকে আগত এম.খালিদ, কামরুল হাসান, নুরুজ জামান, মোহাম্মদ মানিক নূর, গোলাম সরওয়ার, ফারুক হাসান, মদন সাহা ও আমিনুর রহমান দের সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে স্থানীয় পর্যায়ে ত্রাণ সামগ্রী প্রাপ্তির রশিদ এবং সমগ্র ত্রাণ বিতরণ কার্যক্রমটি বাস্তবায়ন করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম ও সুন্দরবন রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *