সমাজের আলো : দেশব্যাপী দ্বিতীয় এসএসসি ৯৭-৯৯ ব্যাচ টি-টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর চ্যাম্পিয়ন হয়েছে খুলনা টাইগার্স। তারা ঢাকা এভেন্জার্সকে ৭ উইকেট হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মিরপুর সিটি ক্লাব মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে ঢাকা এভেন্জার্স টসে জিতে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটে হারিয়ে ১২০ রান করতে সক্ষম হয়।

খুলনা টাইগার্স ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভার ২ বল খেলে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজ লক্ষ্যে পৌঁছে যায়। এতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা টাইগার্স।

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় খুলনা টাইগার্সের রিপন এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে ঢাকা এভেন্জার্সের পার্থ।
দেশব্যাপী দ্বিতীয় এসএসসি ৯৭-৯৯ ব্যাচ টি-টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর খেলায় মোট ২৪টি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খুলনা টাইগার্সের হয়ে শিকড়’৯৭ সাতক্ষীরার তিনজন ক্রিকেটার অংশগ্রহণ করে। তারা হলেন জিয়াউর রহমান সবুজ, দারুজ্জামান রুবেল ও হামিদুল ইসলাম। চ্যাম্পিয়ন খুলনা টাইগার্স দলকে অভিনন্দন জানিয়েছেন শিকড়-৯৭ সাতক্ষীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *