সমাজের আলো : পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। নিজের নামে রয়েছে প্রায় ৩ কোটি টাকার সম্পদ। আর তাঁর স্ত্রী রীনা চৌধুরীর নামে রয়েছে ১৩ কোটি ৬১ লাখ টাকার সম্পদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাঁদের অঢেল সম্পদের তথ্য-প্রমাণ।
দুদক সূত্র জানায়, পুলিশ বিভাগে চাকরি করার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন সুভাষ চন্দ্র সাহা। দুর্নীতির দায় থেকে নিজেকে রক্ষা করতে কৌশলে সিংহভাগ সম্পদ রেখেছেন স্ত্রীর নামে। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত।
গত ২৮ আগস্ট সুভাষ চন্দ্র সাহার স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া গত ৩০ আগস্ট সাবেক এই পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে জমা দেওয়া হয়েছে অনুসন্ধান প্রতিবেদন। এখন দুদক প্রতিবেদন দুটি খতিয়ে দেখে মামলার অনুমোদন দেবে। এর পরই তাঁদের বিরুদ্ধে করা হবে মা*মলা।

