সমাজের আলো: মা ও ছেলে এসিড সন্ত্রাসের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আবু তালেবসহ ওয়াক জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়েছে।
এসিড সন্ত্রাসের শিকার মায়ের নাম মাফুজা খাতুন।ছেলের নাম সাগর।
আহত সাগরের চাচা আজিজ জানাই প্রতিবেশীরা সঙ্গে পানি নিয়ে বীরোধ দেখা দেয়। এ ঘটনার জের ধরে দুই জনকে এসিড মেরে ঝলসে দিয়েছেন। সাগরের পিঠে মারাত্মক ক্ষত হয়েছে।এসিড সন্ত্রাসের শিকার মায়ের নাম মাফুজা খাতুন।ছেলের নাম সাগর।রামেরডাঙ্গা গ্রামে। দুই জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
