সমাজের আলো।। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১৭৯ রানের বিশাল ব্যবধানে। রানের দিক থেকে এটা বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। আগে ব্যাট করে সৌম্যের ৮৬ বলে ৯১ ও সাইফের ৭২ বলে ৮০ রানে ভর করে ২৯৬ রান তুলে বাংলাদেশ। জবাবে নাসুম আহমেদ, তানভির ইসলামদের স্পিনে হাবুডুবু খেয়ে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় স্রেফ ১১৭ রানে। চারজন স্পিনার এত ভালো বল করেছেন যে একমাত্র পেসার হিসেবে খেলা মোস্তাফিজুর রহমানকে এক ওভারও বল করতে হয়নি। কোন আন্তর্জাতিক ম্যাচে এমন অভিজ্ঞতা তার প্রথম
মন্থর ও টার্নিং উইকেটে ২৯৭ রানের বড় লক্ষ্য তাড়ায় পঞ্চম ওভারে নাসুমের স্পিনে আঘাত পায় সফরকারীরা। ওপেনার আলিক আথানেজকে এলবিডব্লিউতে ফেরান নাসুম। সুইপ করতে গিয়ে লাইন মিস করে কাটা বাঁহাতি ব্যাটার। তিনে নামা আকিম আগুস্তকে ৩ বলের বেশি টিকতে দেননি নাসুম, তিনিও হয়েছেন এলবিডব্লিউ।
আরেক ওপেনার ব্র্যান্ডন কিং ১৭ বলে ১৮ করে নাসুমের বলে বোল্ড হয়ে ফিরলে তলানির দিকে হাঁটতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শেই হোপ দলটিকে বাঁচাতে পারতেন। তানভিরের বলে তিনি অনেকটা উইকেট ছুঁড়ে দিয়ে বিদায় নিলে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা।
সেই চাপ ঝেড়ে আর দাঁড়াতে পারেনি তারা। বিস্ফোরক ব্যাটার শেরফাইন রাদারফোর্ড পুরো সিরিজের পর এদিনও হন ব্যর্থ, রোস্টন চেজ রানের খাতাই খুলতে পারেননি। দুজনকেই ছাঁটেন রিশাদ হোসেন।
